গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
( মূল্য সংযোজন কর)
প্রজ্ঞাপন
তারিখ: ৭ আশ্বিন, ১৪১৮ বঙ্গাব্দ/২২ সেপ্টেম্বর, ২০১১ খ্রিস্টাব্দ
এস,আর,ও নং ২৯৬-আইন/২০১১/৬২১-মূসকঃ-মূল্য সংযোজন কর আইন, , ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন), অতঃপর উক্ত আইনের ধারা ১৪ এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার, উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী আমদানিপর্যায়ে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এর শুল্কায়নযোগ্য মূল্যের ৬৬.৬৭% এর উপর ১৫% মূল্য সংযোজন কর নির্ধারণ করিল।
২। ইহা আগামী ১৭ পৌষ, ১৪১৮ বঙ্গাব্দ মোতাবেক ৩১ ডিসেম্বর, ২০১১ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত কার্যকর থাকিবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
মোঃআব্দুল মান্নান পাটোয়ারী
অতিরিক্ত সচিব (পদাধিকারবলে)